ডেল ল্যাটিচিউড সিরিজের নতুন কোর আই সেভেন ল্যাপটপ বাজারে

বাজারে এসেছে ডেল ব্রান্ডের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ। ইন্টেল কোর আই সেভেন আই সেভেন ৬৬৫০ইউ মডেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র‌্যাম (২১৩৩ মেগাহার্জ), ৫১২ গিগাবাইট এসএসডি, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ এবং ৫৪০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১২৫,০০০ টাকা। ল্যাপটপটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিস্তারিতঃ ০১৭৭৭৭৩৪১১৪, ০১৭৩০৭০১৯৩২।

Share This:

*

*