ঢাকার একটি স্থানীয় হোটেলে কোরিয়ান ব্র্যান্ড টোটোলিংকের নেটওয়ার্কিং পণ্যের ঢাকার ডিলারদের নিয়ে সম্প্রতি হয়ে গেল ডিলার মিট অনুষ্ঠান। পণ্যটির একমাত্রপরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটোলিং এর কান্ট্রি ম্যানেজার মি: জেসন, গ্লোবাল ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, পরিচালক জসিমউদ্দিন খন্দকার, চ্যানেল সেলসের মহাব্যাবস্থাপক সমির কুমার দাশ এবং বিক্রয় মহাব্যবস্থাপক কামরুজ্জামান সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয় , গ্লোবাল ব্র্যান্ড তথ্য প্রযুক্তি পণ্য ন্যায্য মূল্যে ডিলারদের মাধ্যমে সারাদেশে সম্মানিত ক্রেতাদের হাতে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। তারইধারাবাহিকতায় টোটোলিংআমাদের প্রডাক্ট লাইন এ যুক্ত হওয়া।”