গিগাবাইট বাংলাদেশ অফিসের যাত্রা শুরু

গতকাল গিগাবাইট বাংলাদেশ অফিসের যাত্রা শুরু হয়।  এ উপলক্ষ্যে স্থানীয় পরিবেশক এবং বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগনকে নিয়ে এক জাঁকজমকপূর্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গিগাবাইট বাংলাদেশ অফিস এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট এর রিজিওনাল হেড এলান সু, বাংলাদেশ শাখা প্রধান খাজা মো: আনাস খান। উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন গিগাবাইট এর পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পরিচালক জাফর আহমেদ এবং মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন সহ প্রমুখ।

Share This:

*

*