গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, লেনোভোর অনুমোদিত পরিবেশক এবার বাংলাদেশে নিয়ে এলো আইডিয়া প্যাড ৩১০। প্রযুক্তি প্রেমীদের জন্য আইডিয়া প্যাড সত্যিই এক অনবদ্য সৃষ্টি। ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীদের চাহিদা এবং প্রয়োজন অনুসারে। বর্তমানে ষষ্ঠ প্রজন্মের আওতায় কোরআই-৩, কোরআই-৫ এবং কোরআই-৭ এই তিন ধরনেরপ্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাড বাজারেএনেছে গ্লোবাল ব্র্যান্ড। আইডিয়া প্যাড সিরিজের ল্যাপটপ গুলো পুরোনো মডেলের ল্যাপটপ গুলোর থেকে অধিক দ্রুতএবংএরনতুন প্রযুক্তির ব্যাটারী দীর্ঘস্থায়ী এবং অধিক সময় ব্যাকআপ দিয়ে সক্ষম। ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত ভাজঁ করা যায়। ষষ্ঠ প্রজন্মের ডিডিআর ৪ যুক্ত এই ল্যাপটপ গুলোতে রয়েছে ৪জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র্যামএবং ১ টিবিহার্ডডিস্ক। এছাড়াও এতে রয়েছেইনটেলএইচডি ৫২০ গ্রাফিক্স। এতে ব্যবহার করা হয়েছে ডলবি মিউজিক। অপারেটিংসিস্টেম ডস সমৃদ্ধ এই ল্যাপটপটিরমূল্য মাত্র ৩৭,০০০ টাকা থেকে শুরুকরে৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১ বছরের (আরওঅতিরিক্ত ১ বছর রেজিস্ট্রেশেনেরমাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়াযাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা নির্ধারিত ডিলার হাউজে। বিস্তারিত: ০১৯৭৭৪৭৬৫৮৯, ০১৯৬৯৬৩৩১৫৩, ০১৯৭৭৪৭৬৫০২।