তথ্য প্রযুক্তরি ওর্য়াল্ড কংগ্রেসে যাচ্ছে বিসিএস সদস্যরা

৩ অক্টোবর থেকে ব্রাজিলের রাজধানী ব্রাজলিয়িাতে অনুষ্ঠতি হতে যাচ্ছে ওর্য়াল্ড কংগ্রসে অন ইনফরমশেন টকেনোলজরি (ডব্লিউসিআইটি) ২০ তম সম্মলেন। ব্রাজিলে এই সম্মলনের আয়ােজক ব্রাজলিয়িান অ্যাসােসয়িশেন অব ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ (এএসএসইএসপিআরও)। দক্ষিন আমেরিকাতে তথ্য প্রযুক্তির এটাই প্রথম বৃহৎ সম্মেলন। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)  সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম এবং মহাসচবি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার সহ ২৫ জনের একটি দল এই সম্মলেনে অংশগ্রহণ করছেন।  আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং উপ-সচিব মাহবুবা পান্নাও এ সম্মলেনে অংশগ্রহণ করবেন।

৮০ টি দেশ থেকে প্রায় ৩ হাজার লােক এই সম্মলেনে অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের প্রধান তথ্য র্কমর্কতা টনি স্কট সম্মেলনে উপস্থতি থাকবেন। তথ্য প্রযুক্তবিদ, ব্যবসায়ী, সরকারি র্কমর্কতা, উদ্যোক্তা এবং শিক্ষার্থীরাও আধুনকি বিশ্ব এবং উন্নত ব্যবসা সর্ম্পকে নিজেদের মতামত প্রদান করবে।

১৯৭৮ সাল থেকে এই সম্মেলনের আয়োজন করে আসছে ওর্য়াল্ড ইনফরমশেন টেকনোলজি অ্যান্ড সার্ভিস  অ্যালায়েনস্ (উইটসা)।   স্বনামধন্য আইটি প্রতষ্ঠিানগুলো সহ বিশ্বের ৮২টি দেশ  এই সংগঠনরে সদস্য। বাংলাদশেে উইটসার সদস্য বাংলাদশে কম্পিউটার সমিতি (বিসিএস) ১৯৯৯ সালে উইটসার সদস্যপদ র্অজন করে।

Share This:

*

*