ইএমকে সেন্টার এ বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের আয়োজনে টেক মিটআপ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার।উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম গঠিত হওয়ায় তিনি অত্যন্ত খুশি।এ ধরনের ফোরাম দেশের আইটি ইন্ডাস্ট্রিতে নতুন উদ্যোক্তা তৈরিতে নিঃসন্দেহে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুমশেপার(JoomShaper) এর প্রতিষ্ঠাতা এবং সিইও কাওসার আহমেদ।আইটি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আইটি উদ্যোক্তা হিসেবে কিভাবে সফলতা পাওয়া যেতে পারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা মূলক বিভিন্ন কথা বলেন কাওসার আহমেদ, যিনি আইটি বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জুমলা টেম্পলেট কোম্পানি ‘জুমশেপার’।তিনি আইটি উদ্যোক্তা হওয়ার বিষয়ে অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আয়োজক হিসেবে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ও ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এর প্রধান আরিফুল হাসান অপু বলেন, ‘আইটি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের তরুণরা যেসব চরাই উৎরাইয়ের সম্মুখীন হয় সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সেগুলো কিভাবে অতিক্রম করা যায় এবিষয়ে তাদের দিক নির্দেশনা দেয়া এ ধরনের কার্যক্রমের প্রধান উদ্দেশ্য’। তিনি জানান ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ সারাদেশে এ ধরনের অনুষ্ঠান করবে। এই কার্যক্রম অংশগ্রহণকারীদের আইটি বিষয়ে ইনোভেটিভ আইডিয়াগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবে বলেআশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিল ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’,‘ড্যাফোডিলইন্টারন্যাশনালইউনিভার্সিটি’, ‘প্রিজমইআরপি’ এবং ‘ইএমকে সেন্টার’।