আসুস জেনফোন-২ সিরিজের স্মার্টফোনের নতুন মূল্য ঘোষনা করেছে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
জেনফোন-২ সিরিজের তিনটি মডেল হেলা ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এর জেনফোন-২।৩ জিবি র্যাম ও ১৬ জিবি রম এর জেনফোন সেলফি এবং ১ জিবি র্যাম ও ৮ জিবি রম এর জেনফোন গো। এরমধ্যে জেনফোন ডিলাক্স আসুসের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে ৪ গিগাবাইট র্যামও ৬৪ গিগাবাইট রম। এতে আরো আছে ইন্টেলের ৬৮বিট, ২.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোরপ্রসেসর, ৫.৫ এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৩০০০ মিলি অ্র্যাম্পিয়ার ব্যাটারি। সেটটির মুল্যে ২৪,৬০০ টাকা।
সেলফি প্রেমিদের কথা মাথায় রেখে জেনফোন সিরিজের জেনফোন সেলফি। সেটটিতে সেলফি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সহ ডুয়েল ফ্ল্যাশ। ৩ গিগাবাইট র্যাম আর ১৬গিগাবাইট রম সহএই ফোনটিতে আরও রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। করনিং গরিলা গ্লাস ৪ থাকায় সেটের ডিসপ্লে অনেকটাই থাকে দাগমুক্ত। সেটিটির মুল্যে ১৯,৪৫০ টাকা।
এছাড়াও যার স্বল্প মূল্যে স্মার্টফোন ব্যবহার করতে চায় তাদের জন্য রয়েছে সাশ্রয়ী মূল্যের আসুস জেনফোন গো। সেটটির বাজার দর ৬,৫৯০ টাকা। বিস্তারিত : ০১৯৬৯৬৩৩০৯১।