বাংলালিংকের ডেটা আর উই এর স্মার্টফোন

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলালিংক নিয়ে এল উই স্মার্টফোনের সাথে আকর্ষণীয় ডাটা বোনাস। বাংলালিংকের প্রধান কার্যালয় গুলাশানের টাইগার্স ডেনে সম্প্রতি উদ্বোধন করা হয় উই এ১, উই এল২ এবং উই ভি২ স্মার্টফোন। বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রাহমান, বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন, বাংলালিংকের ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলি সাদিক, অামরা টেকনোলজীর সিইও ইন্তেখাবমাহমুদ, অামরা টেকনোলজীর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এহসান ইউ আই হক সহ আমরা টেকনোলজির ডিজিএম তৌহিদ চৌধুরী উক্ত অনুষ্ঠানেউপস্থিত ছিলেন।

উই এ ১স্মার্টফোন পাওয়া যাবে ৩,০৫০ টাকায়। এতে রয়েছে ১ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৪ ইঞ্চি ডব্লিউ ভিজিএ স্ক্রিন, ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ, ৫১২ এম বি র‌্যাম, ৪ জিবি রম, ৩২ জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট, থাকছে ২৫ জিবিক্লাউড স্টোরেজএবং ১৪০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
উই এল২ তে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৬.০ অ্যান্ড্রয়েড মার্শমেলো,  ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেল রিয়ারক্যামেরা, ০.৪ মেগাপিক্সেল ফ্রন্টক্যামেরা, আরও থাকছে ১ জিবির‌্যাম, ৮ জিবিরম (৩২ জিবিপর্যন্ত মেমরিসাপোর্ট), ২৫ জিবিক্লাউড স্টোরেজ, ১৪০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। এই স্মার্ট ফোনটি পাওয়া যাবে  ৩,৫৫০ টাকায়।

উই ভি২ রয়েছে আকর্ষণীয় ৫ ইঞ্চি এইচডিঅন-সেলড্রাগন টেইল গ্লাস ডিসপ্লে, আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোরএমটি ৬৫৮০ প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,২ জিবির‌্যাম, ১৬ জিবিরম (৬৪ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট), ৫০ জিবি পর্যন্তক্লাউড স্টোরেজএবং ২২০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটিপাওয়াযাবে ৮,৫৯০ টাকায়।

তিনটি আকর্ষণীয় স্মার্টফোনের সাথে গ্রাহকদের জন্য থাকছে ১৮ জিবি ফ্রি ইন্টারনেট। নতুন অথবা পুরনো বাংলালিংক প্রিপেইড/ কল ও কন্ট্রোল গ্রাহকরা যদি তিনটি স্মার্টফোনের যে কোনো একটি ক্রয় করেন এবং বাংলালিংক সিম দ্বারা সেটটি চালু করার পর  –লিখে এসএমএস করেন “৪৩২১” নম্বরে তাহলে তারা উপভোগ করবেন৩০ দিন মেয়াদের ৬ জিবি ফ্রি ইন্টারনেট ৩ মাস পর্যন্ত। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।  অভিনব এই স্মার্টফোনগুলোপাওয়াযাচ্ছে দেশের সকল বাংলালিংক এবং উই স্টোরে।  বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন-ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ীমুল্যের স্মার্টফোন পৌঁছে দিতে এক যোগে কাজ করে যাচ্ছি।

Share This:

*

*