আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানী সংক্রান্ত ব্যস্ততা কমানো ও সহজ করার লক্ষ্যে পশু কেনা থেকে শুরু করে মাংস সংরক্ষণ ও রান্না করার সামগ্রি পাওয়া যাবে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কমে। সম্প্রতি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ‘কোরবানীর সবকিছু এখানেই’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনে ফ্রিজ, ডিপ ফ্রিজার, ইলেক্ট্রিক ওভেন, মাইক্রো ওভেন, বার-বি-কিউ গ্রিল কেনা যাবে এখানেই ডট কম থেকে।
উক্ত ক্যাম্পেইনের আওতায় শতাধিক কোরবানীর পশু বিক্রেতারা এখানেই ডট কমে বিজ্ঞাপন দিচ্ছে। ঈদের আগে ২০ হাজারের বেশি কোরবানীর পশুর বিজ্ঞাপন এখানেই ডট কমের সাইটে পোস্ট হবে বলে আশা করছে জনপ্রিয় এই অনলাইন ক্লাসিফাইড সাইটটি। ব্যবহারকারীরা এখানেই ডট কমের সাইটে গিয়ে ইংরেজীতে কোরবানী টাইপ করে সার্চ করলে পুরো দেশের যাবতীয় কোরবানীর পশু বিক্রেতাদের পোস্ট করা বিজ্ঞাপন দেখতে পাবেন।
ক্যাম্পেইন প্রসঙ্গে এখানেই ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান বলেন, “দেশের শীর্ষস্থানীয় ক্লাসিফাইড ওয়েবসাইট হিসেবে এখানেই ডট কম সবসময় এর ক্রেতাদের জন্য নতুন সব উদ্যোগ নেয়। আমরা আশা করছি, ঈদকে সামনে রেখে ক্রেতাদের প্রয়োজনীয় পণ্য সহজে খুঁজে পেতে সাহায্য করবে আমাদের এ ক্যাম্পেইন।”
এছাড়া ঈদ-উল-আযহায় পশু কোরবানীর পরের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করতে এখানেই ডট কম নিয়েছে বিশেষ ব্যবস্থা। এখানেই ডট কমের সাইটে (www.ekhanei.com) গিয়ে সার্চ বক্সে ইলেক্ট্রিক ওভেন, মাইক্রো ওভেন, ফিজ, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজার, বার-বি-কিউ গ্রিল করার মতো পণ্য ব্র্যান্ডসহ টাইপ করলে খুঁজে পাওয়া যাবে অসংখ্য পণ্যের সমাহার।