কম্পিউটার সফটওয়্যার খাতে বিশেষ অবদান রাখায় বেসিসের দুই সদস্য কোম্পানি জাতীয় রফতানি ট্রফি পেয়েছে। কোম্পানি দুটি হলো- সার্ভিস ইঞ্জিন লিমিটেড ও গ্রাফিক পিপল লিমিটেড। গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মোনেম ও গ্রাফিক পিপল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহীর হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।
এর মধ্যে সার্ভিস ইঞ্জিন লিমিটেড জাতীয় রফতানিতে ২০১১-১২ মেয়াদে স্বর্ণ পদক ও ২০১২-১৩ মেয়াদে রৌপ্য পদক পেয়েছে। অপরদিকে গ্রাফিক পিপল লিমিটেড জাতীয় রফতানিতে ২০১২-১৩ মেয়াদে স্বর্ণ পদক ও ২০১২-১২ মেয়াদে রৌপ্য পদক পেয়েছে।
বেসিস কার্যনির্বাহী পরিষদ ও সব সদস্যদের পক্ষ থেকে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার উভয় প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি মনে করেন, কোম্পানি দুটির এই অর্জন দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য গর্বের। এই স্বীকৃতি প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে। এছাড়া তাদের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে বেসিস।