অনলাইনে মীর কাদিম ও চেন্নাই এক্সপ্রেস

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুদ আযহার (কুরবানীর ঈদ) জন্য পছন্দসই পশু কেনা যায় অনলাইনে। আর এ ‍সুবিধা দিচ্ছে বিক্রয় ডট কম। আসন্ন কুরবানীর ঈদ উপলক্ষে দেশের বিখ্যাত ‘মীর কাদিম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ গরু পাওয়া যাবে বিক্রয় ডট কমে। গরুগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সেরা জৈব খাদ্য খেয়ে পালিত, এর মাংস উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর এবং এগুলো ক্ষতিকর ইনজেকশন মুক্ত।

সৌভাগ্যবান ক্রেতারা কুরবানীর চমৎকার এই পশুগুলো কিনতে ক্রয় মূল্য থেকে ৭০% মূল্য ছাড়ের সুযোগ পাবেন। এই অফার পেতে আগ্রহী গ্রাহকদের বিক্রয় কুরবানীর শপ ((http://www.bikroy.com/qurbani)) ভিজিট করতে হবে। সেখান থেকে গ্রাহকদের পছন্দের পশুর বিজ্ঞাপনটি ক্লিক করতে হবে এবং ‘বিজ্ঞাপনদাতাকে ইমেইল করুন’ বাটনে ক্লিক করে পূর্ণাঙ্গ নাম, যোগাযোগের নম্বর এবং ঠিকানা পাঠাতে হবে। ঈদের এক সপ্তাহ আগে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে। অংশগ্রহণকারীরা প্রতিটি পশুর জন্য কেবল একবারই অংশগ্রহণ করতে পারবেন।

কুরবানীর এই ঈদে বিক্রয় ডট কম আরও কিছু দারুণ অফার নিয়ে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে, ইরশৎড়ু মেম্বারদের কাছ থেকে মানসম্মত কয়েক হাজার কুরবানীর পশু, Sheba.xyz থেকে পশু জবাই ও পরিবহন সেবা এবং পশু জবাইয়ের সরঞ্জামসমূহ।

Share This:

*

*