নেটওয়ার্কিং জনপ্রিয় করার কর্মশালা

শিক্ষার্থীদের আইসিটি ও নেটওয়ার্কিং বিষয়ে সচেতনতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে সিসকো নেটওয়ার্কিং একাডেমী ও সিলিকন ভ্যালী কমিউনিটি ফাউন্ডেশনের সহায়তায়  আজ ১০ আগস্ট  ২০১৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “নেটওয়ার্কিং ও তথ্যপ্রযুক্তিকে শিক্ষার্থীদের নিকট অধিক আকর্ষণীয় করণ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা করেন  বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (আইটি) মোঃ নাদির বিন আলী, এলএমসি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিসকো নেটওয়ার্কিং একাডেমির সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং আইসিটি ও নেটওয়ার্কিং খাতের নির্বাচিত বেশকিছু পেশাদারদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত ও আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আইসিটি ও নেটওয়ার্কিং বিষয়ে সচেতনতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

বর্তমান বিশ্বে বাংলাদেশ আইসিটিখাতের দ্রুত বর্ধনশীল সম্ভাবনাময় একটি দেশ।  ‘ডিজিটাল বাংলাদেশ’ শব্দটি হলো তার মূলগুঞ্জন। এ প্রকল্পের মাধ্যমে সিসকো নেটওয়ার্কিং একাডেমী আমাদের দেশে আইসিটি ও তার নেটওয়াকিং খাতের দক্ষ পেশাজীবির অভাব পূরন করার মাধ্যমে “ডিজিটাল বাংলাদেশ এবং রূপকল্প ২০২১” এর স্বপ্র বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।

ক্যাপশন  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “নেটওয়ার্কিং ও তথ্যপ্রযুক্তিকে শিক্ষার্থীদের নিকট অধিক আকর্ষণীয় করণ” শীর্ষক কর্মশালা পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (আইটি) মোঃ নাদির বিন আলী, এলএমসি।

Share This:

*

*