দেশীয় উদ্ভাবন গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে বিশ্বমানের করার লক্ষ্যে এবং পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাদের ব্যবসা সম্প্রসারনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখব। আর এ জন্যই ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১ কর্মযজ্ঞের মাধ্যমে একটি ইনোভেশন ইকো সিস্টেম এবং স্টার্টআপ কালচার গড়ে তোলা হয়েছে। গতকাল বিকেলে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১ এর সংবাদ সম্মেলন এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আরো বলেন দেশীয় উদ্ভাবন অচিরেই বিশ্ব জয় করবে।
অনুদান পাওয়া (৯০ লাখ) ৯টি উদ্ভাবনী হলো ভার্চুয়াল হেলথ সার্ভিসেস: ক্লাউড বেজড হেলথ সার্ভিসেস নেটওয়ার্ক ফর ডেভেলপিং কান্ট্রিজ, ডিজাইনিং অ্যান ইম্পিরিক্যাল ফ্রেমওয়ার্ক টু এস্টিমেট দ্য ড্রাইভার্স অ্যাটেনশন ইন রিয়েল টাইম, হিরোজ অব সেভেনটি ওয়ান: রিট্যালিয়েশন, মায়া আপা, হাটুরিয়া, ভয়েস, বিল্যান্সার, গো! ট্রাফিক ও বিডি মার্টিয়ান-১।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) -এর নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফুল ইসলাম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদসহ আরও অনেকে।