আসুস এবং কম্পিউটার ভিলেজে এর যৌথ ব্যবস্থাপনায় কম্পিউটার ভিলেজের ঢাকা ও চট্টগ্রামের সকল শাখায় আয়োজন করা হয়েছে “আসুস উইক@কম্পিউটার ভিলেজ-২০১৬”। এই আয়োজনে থাকছে সর্বশেষ বাজারে আসা আসুস ব্র্যান্ডের সব ধরনের ল্যাপটপ, ব্র্যান্ড পিসি, নেটওয়ার্কিং পণ্য, ট্যাবলেট পিসি সহ সব ধরনের প্রযুক্তিপণ্য যা পাওয়া যাবে অত্যন্ত হ্রাসকৃত মূল্যে।
এছাড়াও আসুসের পণ্য ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার। গত ৬ই আগষ্ট শুরু হওয়া এই আসুস ব্র্যান্ড উইক চলবে ১২ই আগষ্ট পর্যন্ত । প্রযুক্তি পন্যে কেনার পুর্বে কম্পিউটার ভিলেজ আয়োজিত ‘আসুস ব্র্যান্ড উইক ২০১৬’ তে ঘুরে আসার আমন্ত্রন জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বিস্তারিত -০১৭১৩২৪০৭১২