ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষণের ওয়েব পোর্টাল (www.eshosikhi.com) কে বিনিয়োগ করলো বিডি ভেঞ্চার লিমিটেড৷ বিডি ভেঞ্চারের নিজিস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এসো শিখি ডটকম ও বিডি ভেঞ্চার লিমিটেডের মধ্যে এই বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে এসো শিখি লিমিটেডের প্রধান নিবাহী কর্মকতা বলেন,‘এই বিনিয়োগ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভর্তি প্রস্তুতি ও চাকুরীর পরীক্ষার জন্য মান সম্মত কারিকুলাম বেইজড ভিডিও লেকচার ও পরীক্ষা তৈরিতে ব্যবহৃত হবে। তিনি আরও বলেন আগামী ৬ মাসের মধ্যে এসোশিখি ডটকমের সকল বিষয়ের ভিডিও লেকচার ও পরীক্ষা তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অনলাইনে সকল বিষয়ের পড়াশোনা করতে পারবে।
বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন বলেন, ‘এসো শিখি ডটকম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং এসো শিখি লিমিটেডের প্রধান নিবাহী কর্মকতা এস এম তানভীর এই চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসো শিখি লিমিটেডের চেয়ারম্যান সোহেল আহম্মদ, পরিচালক মোবারক হোসেন, হামিদুল ইসলাম ও বিডি ভেঞ্চার লিমিটেডের বিনিয়োগ কমিটির চেয়ারম্যান এম এহসানুল হক।