কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারে যে কোনো ধরনের ম্যালওয়্যার এবং অনলাইন হুমকির বিরুদ্ধে রিয়েলটাইম সুরক্ষা দিচ্ছে ক্লাউড প্রযুক্তির অ্যান্টিভাইরাস পান্ডা। এতে আছে শক্তিশালী অ্যান্টি-ম্যালওয়্যার ইঞ্জিন যাতে ব্যবহার করা হয়েছে কালেক্টিভ ইন্টিলিজেন্স, লোকাল সিগনেচার, হিউরোস্টিক টেকনোলোজি ও অ্যান্টি-এক্সপ্লোয়েট টেকনোলোজি সহ বিভিন্ন ভাইরাস সনাক্তকরণ কৌশল যা যে কোনো শক্তিশালী ম্যালওয়্যারএবংঅনলাইন হুমকির বিরুদ্ধে সক্রিয় ভাবে কাজ করে এবং কম্পিউটারকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত রেখে শতভাগ নিরাপত্তা প্রদানকরে ।
এছাড়াও পান্ডা অ্যান্টি ভাইরাস কম্পিউটারের গতিকেহ্রাস না করে ট্রোজান হর্স, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, কীলগার, রুটকিট, ওয়ার্ম ও র্যানসমওয়্যারের মত ক্ষতিকর সব ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষাকরে।
তাছাড়া এর সাহায্যে শিডিউল স্ক্যান এবংঅন-ডিমান্ড স্ক্যান সুবিধার মাধ্যমে সিস্টেমকে সম্পুর্ণ স্ক্যান, ক্রিটিকালএরিয়াএবংকাস্টম স্ক্যান করা যায়। বিশ্বখ্যাত স্প্যানিশ অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডার একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।