দেশীয় দর্শকদের মানসম্পন্ন ট্রাভেল কনটেন্ট দেখার সুযোগ করে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ চ্যানেল ট্রাভেলএক্সপি আনলো দেশের প্রথম ডিরেক্ট-টু-হোম(ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ। এর ফলে ঘরে বসে ৪০টির ও বেশী দেশে ধারণকৃত বিশ্বের বিভিন্ন ভ্রমণ গন্তব্যের বৈচিত্রময় ভ্রমণ কনটেন্ট দেখতে পাবেন দেশীয় দর্শকেরা।
বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের মালিকানায় ও পরিচালনায় থাকা রিয়েলভিউ দেশের প্রথম ডিরেক্ট-ট-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দর্শকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নতুন নতুন চ্যানেল সংযোজনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রিয়েল ভিউ। সুলভ মূল্যে রিয়েলভিউ সর্বোচ্চ মানসম্পন্ন ছবি ও শব্দ নিশ্চিত করে আসছে। মাসিক মাত্র ৩০০ টাকার বিনিময়ে দেশীয় ২৬টি চ্যানেলসহ শতাধিক চ্যানেল দেখতে পাচ্ছেন দর্শকরা। এরমধ্যে রয়েছে ০৫টি এইচডি চ্যানেল।
নতুন এ চ্যানেল যুক্ত করা সম্পর্কে রিয়েলভিউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু দর্শক রয়েছেন। ট্রাভেলএক্সপি তাদের উৎসাহ ও আকাক্সখা পূরণ করতে সক্ষম হবে।
ট্রাভেলএক্সপি’র প্রধান নির্বাহি কর্মকর্তা প্রশান্ত চোঠানি বলেন, “সারাবিশ্বের ভ্রমণপিপাসু দর্শকদের কাছে পৌঁছানোর যে লক্ষ্য আমাদের রয়েছে, বাংলাদেশের রিয়েলভিউ এ ট্রাভেলএক্সপি’র যাত্রা শুরু করা তাতে একটি মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের দর্শকদের জন্য লোকালাইজড কনটেন্ট আমরা উপস্থাপন করব পাশাপাশি এই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্য আমরা বিশ্বের কাছে তুলে ধরব।”
ট্রাভেল এক্সপি রিয়েলভিউ’র চ্যানেল তালিকায়
