ডেল এর কোর আই সেভেন অল ইন ওয়ান পিসি

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এলো ডেল ব্রান্ডের ইন্সপায়রন ৭৪৫৯ অল ইন ওয়ান পিসি। ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সমৃদ্ধ এই পিসিতে রয়েছে ১২ জিবি ডিডিআর৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ৩২ জিবি সলিড স্টেট ড্রাইভ, ২৩.৮ ইঞ্চি এফএইচডি এন্টিগ্লেয়ার এলইডি ব্যাকলিট টাচ ডিসপ্লে, থ্রিডি ক্যামেরা স্ট্যান্ড, এনভিদিয়া জিফোর্স ৯৪০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ডিভিডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েব ক্যামেরা, ডেস্কটপ কীবোর্ড, মাউস এবং উইন্ডোজ ১০ হোম (৬৪ বিট)। ডেল  ২ বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ১২৫০০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৭০১৯৩২।

Share This:

*

*