স্মার্ট কার্ড সলিউশন প্রোভাইডার কনার ইফতার মাহফিল

দেশের সবচেয়ে বড় স্মার্ট কার্ড সলিউশন প্রোভাইডার কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের উদ্যোগে গত শুক্রবার হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। রাজধানী গুলশানের সিক্স সিজনস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম খালেকদাদ খান-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আহমেদ রহমত উল্লাহ, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট তৌহিদ আহমেদ চৌধুরী, হেড অব সেলস মাহবুব বিন রহিম।
কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম খালেকদাদ খান বলেন, আমরা প্রতি রমযানেই এ আয়োজন করে থাকি। এ আয়োজনে আমাদের পুরনো, নতুন সহকর্মী এবং যারা এই কোম্পানিতে যোগ দেবেন তারাও থাকেন।
প্রসঙ্গত,কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের স্মার্ট কার্ড ইএমভি প্ল্যাটফর্ম চিপ বা সিম যুক্ত। এই প্ল্যাটফর্মটি অনেক বেশি নিরাপদ। বিশ্বের ৬০টি দেশের ৫০০ ব্যাংক এই প্রযুক্তি ব্যবহার করছে। দেশীয় দুই একটি ব্যাংক সম্প্রতি এই সেবা ও প্রযুক্তিকে নিরাপদ ভাবতে শুরু করেছে। বিশ্বের উল্লেখযোগ্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড ব্যাংক, এমিরেটস এনবিডি, ন্যাশনাল ব্যাংক অব মিসর, বার্কলেস ব্যাংক, ব্যাংক অব মস্কো, ন্যাশনাল ব্যাংক অব আবুধাবি, আরব ব্যাংক,হানা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া।

Share This:

*

*