টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ফুডিজ আয়োজিত সেহরী নাইটস-এর এ্যাসোসিয়েট টেলিকম পার্টনার হয়েছে। ফুডিজের সেহেরী নাইটস রোজার মাসের একটি অন্যতম বড় আয়োজন। তরুণরা ফুডিজের সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী, ইভেন্টটি সোস্যাল মিডিয়ায় তরুণ এবং সাধারণ মানুষের মাঝে দারুণ সাড়া তুলেছে।
অনলাইনে সবচেয়ে সাড়া জাগানো অনলাইন ফুড গ্রুপ ফুডিজ ভোজন রসিকদের আনলিমিটেড খাবার এবং রেস্টুরেন্টের অফারসমূহ দিতে সক্রিয়। ফুডিজ এবার নিয়ে এসেছে দুই রাতের আয়োজন ‘সেহেরী নাইটস’, যা অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৪ জুন ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) হল চার-এ (নবরাত্রি)।
এতে দেশের ২২টি খাবার প্রতিষ্ঠান সেহেরী নাইটস-এ তাদের অফারসমূহ নিয়ে আসছে।
বাংলালিংক গ্রাহকরা সেহেরী নাইটস-এ পাবেন ফ্রি এন্ট্রি এবং সকল ফুড স্টলে ১০% ডিসকাউন্ট। গ্রাহকরা এই অফারটি এসএমএস-এর মাধ্যমে নিতে পারবেন। এজন্য বাংলালিংক গ্রাহকদের foodiez লিখে ৭০৭৬ নম্বরে পাঠাতে হবে এবং ভেন্যুতে ফিরতি এসএমএসটি দেখাতে হবে। একটি এসএমএস- একজনের জন্য প্রযোজ্য এবং সম্পূর্ণ বিলের ওপরে ১০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে। ইভেন্টটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সেহেরী পর্যন্ত চলবে। গ্রাহকদের জন্য এই অফারটি ছাড়াও ভেন্যুতে অন্যান্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়ছে।
সেহেরী নাইটস এ উপস্থিত থাকবেন বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। এছাড়াও বাংলালিংক-এর অফিসিয়াল ফ্যান পেজ বাংলালিংক মেলা ফেসবুক ফ্যানদের জন্য একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে যেখানে অংশগ্রহণের জন্য ফ্রি ফুড কুপন অফার করা হয়ছে।