আসন্ন ঈদ উপলক্ষ্যে লেনোভো ল্যাপটপের সাথে বিশেষ অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। পুরো রমজান জুড়ে লেনোভো ব্রান্ডের ল্যাপটপ কিনলেই কাস্টমারদের জন্য থাকছে বিশেষ উপহার। থিংকপ্যাড ইয়োগা ২৬০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ কিনলে কাস্টমারগন পাবেন একটি আকর্ষনীয় লেনোভো এ১০০০ মডেলের স্মার্টফোন এবং অন্যান্য সকল মডেলের লেনোভো ল্যাপটপের সাথে উপহার হিসেবে থাকবে একটি আকর্ষনীয় পাঞ্জাবী ও টুপি। বিস্তাারিতঃ ০১৭০৯৬৪২৪৫১, ০১৭০৯৬৪২৪৫২।