আসন্ন ঈদের ছুটি কে আরও আনন্দঘন করতে বর্ণাঢ্য আয়োজনে আগামী বুধবার থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে পনেরো দিনের ‘অনলাইন ঈদ পর্যটন মেলা ২০১৬’। প্রতিদিনকার কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে সবাই চায় একটু নির্মল আনন্দ,একটু প্রশান্তি। তাই তো একটু ছুটি পেলে সকলেই হারিয়ে যেতে চান কোলাহল থেকে দূরে কোথাও। মেলার আয়োজক প্রতিষ্ঠান Vromon Limited এবং পেমেন্ট পার্টনার SSL Commerze । মেলায় অংশগ্রহন করছে বাংলাদেশের নামকরা ২৫ টি ট্যুর অপারেটর এবং দেশের ২৫০ এর অধিক হোটেল/রিসোর্ট। এই আয়োজন চলবে ৯ রমজান (১৫ জুন) থেকে ২৪ রমজান (৩০ জুন) পর্যন্ত ভ্রমণ এর ওয়েবসাইট www.vromon.com.bd এ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুবায়ের বিন আমিন।
ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল ও প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে এই মেলায়। এই মেলা উপলক্ষে ট্যুর অপারেটররা নিয়ে এসেছে ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ ২৫ এর অধিক দেশে বিভিন্ন মূল্যমানের ১০০ এর অধিক আকর্ষনীয় ঈদ ট্যুর প্যাকেজ। এছাড়াও রয়েছে ভিসা, ইমিগ্রেশন, ওমরাহ প্যাকেজ এবং মেডিকেল ট্যুরিজম বিষয়ক বিভিন্ন তথ্য। এয়ার টিকেট এবং আন্তর্জাতিক হোটেল বুকিং এও পাবেন বিশেষ ছাড়। বাংলাদেশের মধ্যে কক্সবাজার, সিলেট, কুয়াকাটা, গাজীপুর, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকা এবং চট্টগ্রামের প্রায় ২৫০ টি নামকরা হোটেল/রিসোর্টে পাবেন ঈদের বিশেষ অফার। প্রতিরাত সর্বনিম্ন ৫০০ টাকা থেকে আরম্ভ করে ৫০,০০০ টাকার মধ্যে বিভিন্ন মানের রুম রয়েছে হোটেলগুলোতে। প্রতিটি হোটেল যথাযথভাবে পরীক্ষণ করে সাইটে যুক্ত করা হয়েছে যাতে গ্রাহকরা সর্বোচ্চ সেবা নিতে পারেন। সাইটে রয়েছে শতভাগ নিরাপদ অনলাইন পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে পর্যটকেরা আগাম বুকিং করতে পারবেন বিকাশ অথবা বাংলাদেশের যেকোনো ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে।
বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রয়েছে র্যাফেল ড্র। যে কোন হোটেল বুকিং অথবা প্যাকেজ ক্রয় করলে পাবেন একটি কুপন, মেলা শেষে সকল কুপন নিয়ে হবে র্যাফেল ড্র । র্যাফেল ড্র এর মাধ্যমে ১০ জন বিজয়ী পাবেন পুরস্কার হিসেবে দেশ-বিদেশের ভ্রমন প্যাকেজ। শুধু নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় ভ্রমণ ডট কম ডট বিডি। ভ্রমণে গেলে কোথায় ঘুরবেন, কোথায় খাবেন এ সম্পর্কিত তথ্যও ওয়েবসাইটে রয়েছে। এ সেবা নিয়ে যারা ভ্রমণে যাবেন তাদের সেরা রিভিউ এবং ভ্রমণের অভিজ্ঞতাও থাকবে ওয়েবসাইটটিতে।
ভ্রমণ ডট কম ডট বিডির সহ–প্রতিষ্ঠাতা ও পরিচালক মামুন জামান বলেন,বাংলাদেশের মানুষ বেড়াতে অনেক ভালবাসেন। কিন্তু ভ্রমণ করতে তাদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। অনলাইন ট্রাভেল বুকিং সার্ভিস ভ্রমণ ডট কম ডট বিডি এর মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে ও দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করছি এই মেলার মাধ্যমে আমরা অনেক সাড়া পাবো এবং আগামীতেও যেনো ভালো সার্ভিস দিতে পারি সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য,১২ ডিসেম্বর ২০১৫ (শনিবার) হোটেল ওয়াশিংটন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভ্রমণ বিষয়ক নতুন এ ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষনা করা হয়েছিলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ এবিএম আশরাফুল হক, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক মোঃ শাহাদাত ফিরোজ সিকদার এবং ভ্রমণ সাহিত্যের খ্যাতিমান লেখক শাকুর মজিদ।
মেলায় ঘুরে আসতে অনলাইনে ভিজিট করুন- www.vromon.com.bd , বিস্তারিত জানতে – ০১৭২৪ ৬২৪ ৬৩৪ , ফেসবুক পেজ- www.facebook.com/vromon.com.bd