ওয়েস্টার্ন ডিজিটালের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ

ওয়েস্টার্ন ডিজিটালের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এ উপলক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপনন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং ওয়েস্টার্ন ডিজিটাল এর সিনিয়র সেলস ম্যানেজার অসীম কুমার বসু।  অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, বাংলাদেশ বাজারে কম্পিউটার মার্কেটে স্টোরেজ এর চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। ব্যবহারকারীদের এই ক্রম বর্ধমান চাহিদা পূরনের জন্যই আমরা দেশের বাজারে ওয়েস্টার্ন ডিজিটাল এর মত একটি বিশ্বখ্যাত স্টোরেজ ব্র্যান্ড এর সাথে আমরা চুক্তি বন্ধ হয়েছি। এখন থেকে আমরা ওয়েস্টার্ন ডিজিটাল এর এক্সটার্নাল এবং ইন্টার্নাল সব ধরনের হার্ডডিস্ক-ই বাজারজাত করবে। তিনি আরো বলেন  ইন্টার্নাল এর মধ্যে রয়েছে ডব্লিউডি ব্লু, ডব্লিউডি ব্ল্যাক, ডব্লিউডি পার্পল, ডব্লিউডি রেড এবং ডব্লিউডি আরই ড্রাইভ যেখানে প্রতিটিরই রয়েছে পৃথক বৈশিষ্ট্য ও কাজের ক্ষেত্র। অন্যদিকে এক্সার্নাল হার্ডড্রাইভ এর মধ্যে রয়েছে ডব্লিউডি এলিমেন্ট, ডব্লিউডি পাসপোর্ট, ডব্লিউডি পার্সোনাল ক্লাউড এবং ডব্লিউডি নেস ড্রাইভ যা দৈনন্দিন জীবনে ব্যাবহারকারীদের প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে চাহিদা পূরন করে থাকে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বিক্রয়ত্তোর সেবাতো রয়েছেই। সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন ডিজিটাল এর প্রযুক্তিগত প্রবন্ধ উপস্থাপন করেন অসীম কুমার বসু।

Share This:

*

*