সাইক্লিস্টস ও বাইকারদের জন্য উন্মোচিত হলো রোড সেফটি ঢাকা নামের একটি অ্যাপ। গতকাল মহাখালির ব্র্যাক সেন্টারে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মুলত ঢাকাকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তোলার প্রয়াসেই এই অ্যাপের যাত্রা শুরু। যে সব সাইক্লিস্টস ও বাইকার এই অ্যাপে ঢাকা শহরে দাগ ছাড়া স্পিডব্রেকার ও ঢাকনা ছাড়া ম্যানহোল বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন, তাদের তিনজনকে একটি করে বাই-সাইকেল পুরস্কার দেওয়া হবে। নতুন এই অ্যাপকে কেন্দ্র করে আগামী মাসের মাঝামাঝি থেকে তিন মাসের ক্যাম্পেইন শুরু হবে। এই সময়ে যারা সবচেয়ে বেশি সংখ্যক সঠিক রিপোট করতে পারবেন তাদের তিনজনকে এই পুরস্কার দেওয়া হবে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন বিডিসাইক্লিস্টস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে নতুন এই অ্যাপের ব্যবহারের সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর কাজল আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন অ্যান্ড ইমপাওয়ারমেন্ট কর্মসূচির উর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন শুধু সরকারের একার পক্ষে নাগরিক জীবনের সব সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। ব্র্যাক এজন্য নগর দারিদ্র্য হ্রাসে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়েও ইনোভেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। রোড সেফটি ঢাকা (জড়ধফ ঝধভবঃু উযধশধ) নামের নতুন এ্যান্ড্রয়েড অ্যাপ সে উদ্যোগেরই একটি অংশ। আশা করছি, আপনাদের সহযোগিতার মাধ্যমে এটি আরো বেশি সফল হবে। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকনা ছাড়া ম্যানহোল এবং দাগ ছাড়া স্পিডব্রেকার এই দুটি কারণে শুধু ঢাকাতেই প্রতিমাসে ছোটবড় মিলিয়ে অন্তত ৬০০ দুর্ঘটনা ঘটে। আর এইসব দুর্ঘটনার সবচেয়ে বেশী শিকার হন সাইক্লিস্টস এবং বাইকাররা। এই সমস্যার সমাধানে বেসরকারি উন্নয়নসংস্থা ‘ব্র্যাক’ এবং সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন বিডিসাইক্লিস্টস্ জড়ধফ ঝধভবঃু উযধশধ নামের একটি এ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে শহরের কোথায় কোথায় এই মরণফাঁদগুলি আছেÑ তা আগে থেকে জানা যাবে এবং দুর্ঘটনা অনেকটা এড়ানো যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের কর্মসূচি সমন্বয়ক সদরুল হাসান মজুমদার, বিডি বিডিসাইক্লিস্টস এর মডারেটর আরিফুর রহমান খান ও মাহমুদ খান। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৬০ জন সাইক্লিস্টস অংশগ্রহণ করে। গুগল প্লে স্টোর থেকে রোড সেফটি ঢাকা অ্যাপটির ডাউনলোড লিঙ্ক goo.gl/IHfoMw। এছাড়াও বিস্তারিত জানা যাবে www.roadsafetydhaka.net এই ওয়েবসাইট থেকে।