ঢাকার শান্তি নগরে ইস্টার্ন প্লাস মার্কেটে শুরু হয়েছে বিসিএস কম্পিউটার মেলা ২০১৬। প্রযুক্তি পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বিশ্বখ্যাত প্রযুক্তি পন্যের ব্র্যান্ড আসুস, লেনেভো ও রাপু নিয়ে মেলায় অংশ গ্রহন করেছে।
মেলায় আসুস নিয়ে এসেছে X556UQ মডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ মাত্র ৫৩,৫০০ টাকায় । লেনোভো আর্কষনীয় অফারে মাত্র ২৩ হাজার টাকার ল্যাপটপের সাথে উপহার হিসেবে দিচ্ছে এক্সক্লুসিভ টি শার্ট। রাপু তার সব পণ্যের পাশাপাশি নতুন নিয়ে এসেছে ৬৬১০ মডেলের ডুয়েল মুড মাউস ও আকষর্নীয় হেড ফোন।
মেলা ৭ মে পর্যন্ত চলবে।