স্মার্ট ফোন- সবার হাতে হাতে

দেশে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। বেশি দামের স্মার্ট ফোনের পাশাপাশি কমদামে স্মার্টফোন কেনার সুযোগ কেউ হাতছাড়া করছে না। তবে এ ক্ষেত্রে মানের দিক দিয়ে আপোস করতেই হয়।  দেশে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের ব্যবহার শুরুর পর থেকে স্মার্টফোনের ব্যবহারবাড়ছে কল্পনাতীত ভাবেই।

দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের তার বিপুল সংখ্যক গ্রাহকদের কথা চিন্তা করে থ্রিজি চালু হবার পর থেকেই স্মার্টফোনের দাম কমানোর চেষ্টা করে আসছে। এ বিষয়ে গ্রামীণফোন দেশী বিদেশী হ্যান্ডসেট প্রস্তুতকারক ও সরবরহকারীদের সাথে কাজ করে স্মার্টফোনের মূল্য একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়। এর ফলে দেশে স্মার্টফোনের বাজার চাঙ্গা হয়ে উঠে। কিন্তু এরপরও স্মার্টফোন গ্রামীণফোনের বিপুল সংখ্যক গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে রয়ে যায়। এসব স্বল্প আয়ের মানুষজনও যেন স্মার্টফোনের সুবিধা ভোগ করতে সে লক্ষ্য নিয়েই গ্রামীণফোন এগিয়ে যাচ্ছে। আর অচিরেই বাজারে আনতে যাচ্ছে খুবই কম দামে মান সম্পন্ন স্মার্টফোন।

স্মার্ট ফোন ব্যবহারের  সবচেয়ে বড় কারণ হিসেবেই  বলা যায় ইন্টারনেটের ব্যবহার। মোবাইল ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। মোট ইন্টারনেট ব্যবহারের শতকরা ৩৪ ভাগ গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারী। গ্রামীণফোনের বেশিরভাগ গ্রাহক এখনও মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারে না স্মার্টফোনের অভাবে। এ অভাব পূরণে অভাবণীয় কমদামে স্মার্টফোন বাজারে আনছে গ্রামীণফোন। কমদামে মানসম্মত স্মার্টফোন কিনে সহজেই আরো কার্যকরভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারবেন গ্রাহকরা।

তবে হ্যান্ডসেটের দাম বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ উচ্চ হারের কর যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশী।এ বিষয়ে সরকারের সদয় দৃষ্টি প্রয়োজন, কারণ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে।

গ্রামীণফোন বিশ্বাস করে মোবাইলের বাজারে গ্রামীণফোনের যে স্মার্টফোনগুলো আসতে যাচ্ছে সেগুলো স্বল্প আয়ের মানুষ যারা অনেক বেশি দাম দিয়ে স্মার্টফোন কেনার সামর্থ রাখে না তাদের আশা পুরণ করার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহার বাড়াতে সহায়তা করবে।

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গ্রামীণফোনের নতুন স্মার্টফোনও হবে অ্যান্ড্রয়েড ফোন।

সবার জন্য ইন্টারনেট-এর পর স্বল্প দামে সবার জন্য স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে আসলো গ্রামীণফোন। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণফোন সবসময় সচেষ্ট। দেশের প্রতিটি অঞ্চলে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিৎ করার চেষ্টা ডিজিটাল বাংলাদেশ গড়ারই একটি অংশ।

Share This:

*

*