বন্দর নগরীতে স্মার্ট ফোন ও ট্যাব মেলা

প্রথমবারের মতো বন্দর নগরী চট্রগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। এক্সপো মেকারের আয়োজনে স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটার পণ্যের এই প্রদশর্নী -চট্রগ্রাম স্মার্ট ফোন ও ট্যাব এক্সপো ২০১৬ বসছে আগামী ৬ ও ৭ মে স্থানীয় হল ২৪ কনভেনশন সেন্টারে। গতকার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সম্বনয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী। প্রতিবারের ন্যায় এবারের মেলাতেও সব ব্র্যান্ডের স্মার্ট ফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, হেলিও,আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা , ইউসিসি ইত্যাদি নামকরা ব্র্যান্ড গুলো অংশ গ্রহন করছে এবারের মেলায়। পর পর পাঁচ বার সাফল্যের সাথে মেলা পরিচালনা করে এক্সপো মেকার প্রযুক্তি প্রেমীরদর চাহিদার প্ররিপ্রেক্ষিতে ৬ষ্ঠ মেলার আয়োজন করছে বন্দর নগরীতে । আশা করছি এতেও পুর্বের ধারাবাহিকতা বজায় থাকবে বলেন নাহিদ সিদ্দিকী। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর ছাড়ও উপহারের পাশাপাশি স্মার্ট ফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইস বুক পেইজে (https://www.facebook.com/STExpo) রয়েছে কুইজ প্রতিযোগিতার আয়োজন। কুইজ বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার। মেলা প্রতিদিন সকাল ১০ টা শুরু হয়ে শেষ হবে রাত ৮ টায়। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে। মেলার কো-স্পন্সর স্যামসাং,সিম্ফনি ও হুয়াওয়ে।

Share This:

*

*