বিক্রয় ডট কমের পহেলা বৈশাখ প্রতিযোগিতার ফল প্রকাশ। ভাগ্যবান বিজয়ীরা হলেন, তানভীর আবির, সজল, আরিফ ইসলাম, তানভীর আহমেদ এবং মাসুদ খান।
বিক্রয ডট কম- এর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ১ এপ্রিল এবং শেষ হয় ১৬ এপ্রিল। বিক্রয় ডট কম – এর ফেসবুক অ্যালবাম “নতুন বছরে নতুন পণ্য, বিক্রয়-এ আজ সবার জন্য”-এ প্রতিযোগিদের শেয়ার করা ফটো থেকে সবচেয়ে বেশি লাইক সংখ্যার ভিত্তিতে এই বিজয়ীদের নির্বাচন করা হয়। এই প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগি অংশ নিয়েছিলেন যা কিনা এই প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করেছে।
বিক্রয় ডট কম- এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, “এ বছর আমরা শীর্ষ ব্র্যান্ড থেকে আকর্ষণীয় সব পণ্য ঢাকার মধ্যে গ্রাহকদের কাছে ফ্রি ডেলিভারি দিচ্ছি। এছাড়াও থাকছে আমাদের গ্যারান্টি, প্রস্তুতকারকদের ওয়ারেন্টি এবং আসল পণ্যের নিশ্চয়তা। আমাদের ফেসবুক ফ্যানদের নতুন বছরের শুরুতে কিছু নতুন পণ্য জিতে নেওয়ার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত”।