দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ওয়েস্টিন ঢাকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ওয়েস্টিন ঢাকার সিগনেচার ভেন্যু স্প্যালশ- এ ফুড অর্ডার-এর ওপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন।
বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ১৮ এপ্রিল, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত ওয়েস্টিন ঢাকার সিগনেচার ভেন্যু স্প্যালশ এ ফুড অর্ডার-এর ওপর ১০% ছাড় পেতে প্রিয়জন গ্রাহকদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে Westin টাইপ করে ২০১২ তে পাঠাতে হবে।
বাংলালিংক-এর পক্ষ থেকে হেড অব কাস্টমার বেস ম্যানেজমেন্ট-বিটুসি মার্কেটিং মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া, লয়্যালটি এন্ড পার্টনারশিপ সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট সিসটেম অ্যাসিসটেন্ট ম্যানেজার ফারহানা সিনথিয়া; মার্কেটিং এবং ওয়েস্টিন ঢাকার পক্ষ থেকে ডিরেক্টর অব পিআর সেলিনা মোমেন, মার্কেট কমিউনিকেশন ম্যানেজার সাদমান সালাউদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলালিংক-এর হেড অব কাস্টমার বেস ম্যানেজমেন্ট-বি২সি মার্কেটিং মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, “আমরা সবসময় আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। এই চুক্তির ফলে আমাদের প্রিয়জন গ্রাহকরা ওয়েস্টিন ঢাকার পক্ষ থেকে সিগনেচার ভেন্যু স্প্যালশ আকর্ষণীয় ছাড় পাবেন এবং তাদের প্রত্যাশিত ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।