সিম্ফনির বোম্বাস্টিক অফার

সিম্ফনির বোম্বাস্টিক অফারের পুরস্কার প্রদান করা হয়েছে। এডিসন গ্রুপ এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজেতা দের মধ্যে এই পুরুষ্কার তুলে দেয়া হয়। এ অফারের  মোটরসাইকেল বিজয়ী চট্টগ্রাম এর সোহেল এবং ঢাকার মিথুনের হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন এডিসন গ্রুপ এর চেয়ারম্যান জনাব আমিনুর রশীদ, জ্যেষ্ঠ পরিচালক, জনাব রেজোয়ানুল হক, ডিরেক্টর মার্কেটিং, জনাব আশরাফুল হক, হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স, জনাব মেজর আব্দুল মালেক মিয়াজী, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং ন্যাশনাল সেলস ম্যানেজার, জনাব এম এ হানিফ।  খুব শীঘ্রই অন্যান্য পুরুষ্কার বিজয়ী ক্রেতাদের মাঝে তুলে দেয়া হবে।

সিম্ফনির এই “বোম্বাস্টিক অফার” টি মার্চ এর ৮ তারিখ থেকে শুরু হয়ে এখনো চলছে। অফার চলাকালীন সময়ে Symphony H60, Symphony H120, Symphony H250, Symphony ZV Pro, Symphony ZVI & Symphony P6 (2 GB), Symphony P6 Pro (2GB) হ্যান্ডসেটের যে কোন একটি ক্রয় করলেই ক্রেতা পাবেন একটি স্ক্র্যাচকার্ড। স্ক্র্যাচকার্ড ঘষলেই পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকা (নিশ্চিত) থেকে শুরু করে সর্বোচ্চ ১০০% পর্যন্ত নগদ মূল্য ছাড়। আরও থাকছে গাড়ি, মোটর সাইকেল, ফ্রিজ, এসি জিতে নেওয়ার সুযোগ।

Share This:

*

*