এক চার্জে অনেকক্ষন – হুয়াওয়ে ওয়াই৬ প্রো

দেশীয় বাজারে ওয়াই৬ প্রো মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বাজারজাত  করেছে হুয়াওয়ে। চার্জিং বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই হ্যান্ডসেটটি।

ওয়াই৬ প্রো-এর ফ্ল্যাগশীপ ফিচারগুলোর মধ্যে প্রথমেই আসে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কথা। পাওয়ার সেভিং ৩.০ প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায় হ্যান্ডসেটটি। দ্বিতীয়ত, গতানুগতিক স্মার্টফোনগুলোর তুলনায় দুইগুণ বেশি দ্রুত চার্জ হয় ওয়াই৬ প্রো-তে। আর সর্বশেষ ফ্ল্যাগশীপ ফিচার হচ্ছে রিজার্ভ চার্জিং। ফোনটিকে ব্যবহার করা যাবে বহনযোগ্য চার্জার হিসেবে। অন্য কোনো ডিভাইস সহজেই চার্জ দেয়া যাবে ওটিজি প্রযুক্তি ব্যবহার করে।

স্বল্প বাজেটের হুয়াওয়ে ওয়াই৬ প্রো-তে আছে পোর্টেবল বা বহনযোগ্য চার্জার, এফ২.২ অ্যাপার্চার ও ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ প্রযুক্তি সম্বলিত ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ব্যাকলিক মুড প্রযুক্তি ব্যবহার করে ছবিকে করা যায় আরো বেশি আকষর্নীয়।  আরো আছে হাই স্পিড ক্যাপচার মুড, আল্ট্রা ফাস্ট স্ন্যাপশট, অটোফেস ডিটেকশন এবং ছবি সম্পাদনাকারী সফটওয়্যার।  ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত হুয়াওয়ে ওয়াই৬ প্রো-তে দ্রুততার সঙ্গে মাল্টিটাস্কিং করতে আছে দুই গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইট রম। থিম ও অন্যান্য অ্যাপ ফিচার কাস্টমাইজ করতে আছে হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট।
ফিচারসমৃদ্ধ হওয়ার পাশাপাশি হুয়াওয়ে ওয়াই৬ প্রো-এর ডিজাইন খুবই চমৎকার। দৃষ্টিনন্দন মেটাল কোটিং বডির হ্যান্টসেটটি মাত্র ৮.৫ মিলিমিটার পুরুত্ব।

পাঁচ ইঞ্চির এইচডি স্ক্রিণসমৃদ্ধ ওয়াই৬ প্রো-এর ব্যাক সাইড বা পেছনের দিকে ব্যবহার করা হয়েছে আর্গোনোমিক ওয়াটার-কার্ভড বা বাঁকানো প্রযুক্তিতে। প্রায় পাঁচ হাজার ভিন্ন ভিন্ন পদ্ধতি টানা পাঁচদিন ব্যবহার করে আর্গোনোমিক ওয়াটার-কার্ভড নকশা তৈরি করা হয়েয়ে যা দিনের আলো এবং ছায়াতে ভিন্ন সৌন্দর্য ধারণ করে।

আরএ্যান্ডডিতে প্রায় ৫০বার ওয়াই৬ প্রো-এর কার্যক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে যাতে স্মার্টফোন থেকে গ্রাহকদের চাহিদা পূরণ করা যায়। পরীক্ষার ফলাফল থেকে বের হয়েছে ব্যবহারের তিন বছর পরও ওয়াই৬ প্রো-এর ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত কার্যকর থাকবে।

দেশের বাজারে ওয়াই৬ প্রো পাওয়া যাচ্ছে মাত্র ১৫,৯৯০ টাকা। সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কছাড়াও সারাদেশে হুয়াওয়ের ব্র্যান্ডশপগুলো ছাড়াও স্থানীয় মোবাইলফোনের দোকানে পাওয়া যাবে হুয়াওয়ের ওয়াই সিরিজের আধুনিক এ হ্যান্ডসেটটি।

Share This:

*

*