শেষ হলো সাইন্স এন্ড ইনোভেশন ফেয়ার ফর স্টুডেন্টস অব বাংলাদেশ (এসআইএফএসবি)-২০১৬

শেষ হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের এ বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রতিযোগিতা “সাইন্স এন্ড ইনোভেশন ফেয়ার ফর স্টুডেন্টস অব বাংলাদেশ (এসআইএফএসবি)-২০১৬”। ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দিনব্যাপি এই শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার (ইন্টেল আইএসইএফ) এর অধিভুক্ত সাইফেয়ারবিডি-এর উদ্যোগে আয়োজিত এই এসআইএফএসবি-২০১৬ মেলায় সৃজনশীল তরুণ উদ্ভাবকরা বিশ্বব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
এই  ইভেন্টে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে দ্বাদশ শ্রেণির বিপুল পরিমাণ ছাত্রছাত্রী অংশ নিয়ে তাদের প্রতিভা প্রদর্শণ করেন।
এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাইফেয়ারবিডি-এর পরিচালক মো. সাইদুর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট  প্রোফেসর এবং ভয়েসটেল আইসিএক্স-এর সিওও মোস্তফা এম হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রোফেসর ড. সৈয়দ ইশতিয়াক, এক্সেস টু ইনফরমেশনের  ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল, আসিডিডিআর,বি-এর ইনফ্র্যাসট্র্যাকচার এন্ড সিসটেম ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজার মুহিবুল মুক্তাদির তানিম, মাস্টারমাইন্ড স্কুলের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. নাদিম।
এই ইভেন্টে একজন সম্মানিত বিচারক বলেন, “এই ধরনের ইভেন্ট তরুণদের প্রতিভা প্রকাশের জন্য একটি বিশাল সুযোগ”। এই প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আয়ােজকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে গ্লোবাল টেক ইন্টেলের পক্ষ থেকে সনদপত্র, ১৫,০০০ টাকা প্রাইজ মানি এবং দুই বছর টিউশন ফি; প্রথম রানার্স আপ দলকে ১০,০০০ টাকা প্রাইজ মানি এবং এক বছর টিউশন ফি এবং দ্বিতীয় রানার্স আপ দলকে ৫,০০০ টাকা প্রাইজ মানি এবং এক বছর টিউশন ফি দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগিকে সাইফেয়ারবিডি এর পক্ষ থেকে সনদপত্র দেওয়া হয়।
গোল্ডবার্গ মোবাইল এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সর। এছাড়াও এই ইভেন্ট বাস্তবায়নের জন্য অ্যাডক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইভেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে সার্কেলস। পাশাপাশি কনসিটো পিআর গণমাধ্যমে এসআইএফএসবি-২০১৬ এর সাফল্যের গল্প দেশব্যাপি ছড়িয়ে দিতে পিআর পার্টনার হিসেবে কাজ করছে।

Share This:

*

*