সব অফারের খবর জানাবে অফার বাজার

অনলাইনে কেনাকাটায় মানুষের আগ্রহ বেড়েই চলেছে। পাশাপাশি আস্থাও তৈরি হয়েছে বেশ। রকমারি পন্যের পাশাপাশি তৈরি হয়েছে বেশকিছু সেবামূলক প্রতিষ্ঠানও। পণ্য আর সেবার বিপননে প্রায়ই বিশেষ অফার ও মূল্যছাড়ের সুবিধা দেয়া হয় ক্রেতাদের জন্য। অফার বাজার offerbazar.com.bd তৈরি করেছে এমন একটা প­্যাটফর্ম, যেখানে প্রায় সব ক্যাটাগরির পন্যের অফারের খোজঁখবরই পাওয়া যাবে। গতকাল বেসিস অডিটোরিয়ামে অফার বাজারের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম কো অর্ডিনেটর মুনির হাসান। এছাড়াও অন্যান্যের মধ্যে এসময় অফার বাজারের সহ প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম শুভ্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অফারবাজারের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি এর মাধ্যমে পণ্য বিপনন ও বাজারজাতকরনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কীভাবে লাভবান হতে পারে সেটাও তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, বাংলাদেশে  বিদেশি  কোম্পানিগুলো  বড় বড়  ব্যবসা করে যাচ্ছে । আমরা শুধু তাদের পন্য ব্যবহার করেই খুশি থাকি, কিন্তু এটা তো হওয়া চলবে না, আমাদেরকে নিজের পায়ে দাড়াতে হবে। তবেই না অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। তিনি তার বক্তব্য চায়না ও ভারতের ই-কমার্সের নির্ভরতার কথা তুলে ধরেন।
মুনির হাসান ই-কমার্সের এই অগ্রযাত্রাকে ইতিবাচক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান। www.offerbazar.com.bd ক্লিক করে যে কেউই খুজে পেতে পারেন তার উপযোগী কোন পন্যের অফার।

Share This:

*

*