ওয়ার্ল্ড ইকোনমকি ফোরাম বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে “ইয়াং গ্লোবাল লিডার ২০১৬” হিসেবে মনোনীত করেছে। আজ বিকেলে সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের নাম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। সাউথ এশিয়া রিজিয়নে তাকে এই মনোনয়ন দেয়া হয়। পলককে “ইয়াং গ্লোবাল লিডার ২০১৬” নির্বাচনের ক্ষেত্রে ফোরাম উল্লেখ করে যে, তাঁর নেতৃত্বগুণে পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করা হলো। সুইজারল্যান্ড ভিত্তিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সী বিশিষ্ঠ ব্যক্তিবর্গকে এই সম্মাননা প্রদান করে থাকে। এই মনোনয়নের ফলে জুনাইদ আহ্মেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং উক্ত ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য উদ্যোগে সহযোগিতা করবে বলে উল্লেখ করে ।