পুরাতনের বদলে নতুন ল্যাপটপ

দেশে প্রথমবারের মতো পুরাতন ল্যাপটপের বিনিময়ে যে কোন র্ব্যান্ডের নতুন ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড স্বাধীনতা  দিবসকে সামনে রেখে স্বাধীনতা অফার নামের এই অফারটি ৭ মার্চ থেকে চলবে ২৬ মার্চ পর্যন্তি। এ সময়ের মধ্যে সচল যেকোন পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবেন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সম্বনয় করা হবে। এ স¤পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://systemeye.net এই ঠিকানায়।

Share This:

*

*