সিম্ফনির মোবাইলের মুল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ এর বার্ষিক সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন এডিসন গ্রুপ এর চেয়ারম্যান, জনাব আমিনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক, জনাব জাকারিয়া শহীদ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুর রশিদ বলেন ২০১৫ সালে ব্যাবসায়িক লক্ষমাত্রা সফল ভাবে অর্জিত হয়েছে। এই সাফল্য অর্জনের জন্য তিনি গ্রুপ এর সকল কর্মকর্তা-কর্মচারী দের কে ধন্যবাদ জানান। ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বক্তৃতাকালে ব্যবসার এই চলমান অগ্রগতি ধরে রাখার জন্য তাঁর পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সিম্ফনির সিনিয়র ডিরেক্টর, জনাব রেজওয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং, জনাব আশরাফুল হক, ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক এইচ আর, জনাব আহমেদ পাশা, হেড অব প্ল্যানিং ও কন্ট্রোলিং, জনাব মাকসুদুর রহমান , ডিরেক্টর অব সি এস অপারেশন জনাব মোরশেদ-উজ-জামান এবং বিজনেস ডাইরেক্টর অব এডিসন ইলেক্ট্রনিক্স, জাফরুল আলম খান গ্রুপ এডিসন গ্রুপ এর বিভিন্ন উদ্যেগ, বিগত দিনের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এডিসন গ্রুপ এর সিম্ফনি মোবাইল, সিমেন্স হোম এ্যাপ্লায়েন্স, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড, এডিসন প্রপারটিজ, এডিসন কমিউনিকেশনস লিমিটেড এর সকল ব্যবসা ইউনিট এর প্রায় ১৩০০ কর্মকর্তা কর্মচারী এই সম্মেলনে উপস্থিত ছিলেন।