বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৬ শেষ হয়েছে। প্রযুক্তি পণ্যের প্রতি প্রযুক্তি প্রেমীদের আগ্রহের শেষ ছিলো না এই মিলনমেলায়। বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এবং কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে অংশগ্রহন করেছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্দ্যেগেই আসুসের পক্ষ্য থেকে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৬’ -এ আয়োজন করা হয়েছিল ‘‘আসুস আরওজি সাইবার ওয়্যারফেয়ার,২০১৬’’ শীর্ষক গেমিং প্রতিযোগিতা। ৩ দিন ব্যাপি এই আয়োজনে ‘ডটা ২’, ‘ সিএস জিও’ প্রভৃতি গেম খেলায় আসুস ব্র্যান্ডের গেমিং পিসিগুলোতে প্রতিযোগীরা একে অপরের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। খেলায় অংশ নেয় মোট ১৬টি টিম এবং টিম গুলো দুটি গ্রæপে বিভক্ত ছিলো। প্রতিটি টিমে ছিলো ৭ জন করে সদস্য । তবে মেলা ঘুরে দেখা গেছে আগত প্রযুক্তিপ্রেমী বা র্সবস্তরের দর্শকদের কাছে এই গেমিং জোনটি খুবই জনপ্রিয়। প্রতি গ্রুপ থেকে প্রতিযোগিতার মাধ্যমে খুজে নেয়া হয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ।বিজয়ীদের জন্য আসুসের পক্ষ্য থেকে দেওয়া হয়েছে চমকপ্রদ উপহার।