গতকাল রাজধানীর বসুন্ধরা সিটিতে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করল ওকাপিয়া মোবাইল। ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান সুব্রত দাশ বসুন্ধরা সিটির লেভেল- ০১, ব্লক- বি-তে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ও জেনারেল ম্যানেজার কাজি মনজুর আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয় গত ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর থেকে ওকাপিয়া মোবাইল বাজারে সবসময় মানস¤পন্ন ও অভিনব পণ্য নিয়ে আসছে। সামনের দিনগুলোতেও ওকাপিয়া মোবাইলের আরও অনেক নতুন নতুন হ্যান্ডসেট ও ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশজুড়ে, ওকাপিয়া মোবাইলের সাড়ে ৩শ’র বেশি এসআইএস, ৪০টির বেশি ব্র্যান্ড শপ ও ৩৫টির বেশি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে এবং প্রতিষ্ঠানটিতে ৬শ’র বেশি মানুষ কর্মরত রয়েছে।