বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্যের কোরিয়ান ব্র্যান্ড টোটোলিংকের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এল টোটোলিংকের ৩জি/৪জি সর্মথনযোগ্য নতুন পোর্টেবল রাউটার আই পাপ্পি ৫ । রাউটারটি সহজে বহনযোগ্য এবং রাউটারটিতে রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে ৩জি মোডেম সংযোগ দেয়া যায় ফলে ব্যবহারকারীর ওয়াইফাই সংযোগের জন্য আর বেগ পেতে হবে না। ব্যবহারকারীর সর্বোৎকৃষ্ট এক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল এসএসআইডি, অসাধারণ ব্যান্ডউডথ কন্ট্রোলের এর জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডাব্লিউপিএ/ডাব্লিউপি২। “আই পাপ্পি ৫” রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটোয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ১*২ডিবিআই ইন্টারনাল অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। রাউটারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০০ টাকা। আইসিটি এক্সপো ২০১৬ তে টোটোলিংকের যেকোন রাউটার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্মার্টফোন, হার্ডড্রাইভ, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, ইয়ারফোন, পেনড্রাইভ, স্পিকার এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার । বিস্তারিত ০১৯৭৭৪৭৬৫৪৬।
টোটোলিংকের পোর্টেবল রাউটার
