নানান অফার আর সেমিনারে শুরু বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬

স্থানীয় ভাবেই প্রযুক্তি পণ্যসেবা চাহিদা পূরণের সংকল্প নিয়ে আজ বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রযুক্তি প্রাণের মেলায় থাকছে প্রযুক্তি-জীবনধারার সামগ্রিক প্রদর্শনী। প্রায় ৫০ হাজার বর্গমিটারের মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে স্থানীয় উৎপাদকদের পণ্য প্রদর্শন, তরুণ প্রযুক্তিবিদদের উদ্ভাবন, আন্তর্জাতিক উৎপাদকদের সঙ্গে মতবিনিময়, বৈশ্বিক পর্যায়ের ডিজিটাল জীবনধারার প্রদর্শনী। রয়েছে বিষয় ভিত্তিক সেমিনার ও বিজনেজ টু বিজনেস। শিশুদের অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি নতুন পণ্য অবমুক্তি এবং নানা অফার নিয়ে চলছে বেচা কেনাও।

অফারের ছড়াছড়ি
টিপি লিংক ওয়াই ফাই রাউটার কিনলেই পাবেন পোলো টি -শার্ট ,মগ,পাওয়ার ব্যাংক । ডিজিটাল এক্স স্পিকার এর সাথে পাচ্ছেন টি-শার্ট,মগ এছাড়াও ২৫% পর্যন্ত— ছাড় ।
মেলায় ডি-লিংক’র ব্যবহারবান্ধব বাহারি মডেম ও রাউটারে ১৫ শতাংশ পর্যš— ছাড় দিয়েছে কম্পিউটার সোর্স। ছাড়কৃত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ডিআইআর ৫০৬ এল পকেট রাউটার, ৫১০ এল মডেলের পাওয়ার ব্যাংক রাউটার, ৭১০ তারহীন মডেম রাউটার এবং ৫০৫ মডেলের রেঞ্চএক্সটেন্ডার তারহীন রাউটার।
ইন্টেল সিকিউরিটির বিশেষ চমক মেলা উপলক্ষে নতুন পুরাতন সব পণ্যে ৫০% পর্যন্ত— ছাড় ও প্রতিটি পণ্যের বিপরীতে টি-শার্ট, ব্যাকপ্যাক, পাওয়ারব্যাংক সহ আকর্ষণীয় উপহার ।
ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও প্রজেক্টরে গিফট ভাউচার দিচ্ছে কম্পিউটার সোর্স।
মেলায় নন্দিত ডেল ল্যাটিচিউড ল্যাপটপের সঙ্গে এক হাজার টাকার এবং ইপসন ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার, স্ক্যানার ও প্রজেক্টরের সঙ্গে ৭৫০ টাকার গিফট ভাউচার উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স।
মেলা উপলক্ষে আসুস , লেনোভো, রাপু, টোটোলিংক এবং পান্ডার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় সব অফার।
আসুসের পক্ষ থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ এন্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , স্মার্টফোন, রাউটার এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় সব উপহার। আসুস গেমারদের জন্য আয়োজন করেছে ‘সাইবার ওয়্যারফেয়ার’ শীর্ষক গেমিং প্রতিযোগিতা।
‘স্বাধীনতা অফার ’শীর্ষক বিশেষ অফার এবং আকর্ষণীয় মূল্য ছাড় নিয়ে মেলায় উপস্থিত হচ্ছে লেনোভো। এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি,এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, মাউস ও টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার ।
মেলা উপলক্ষে রাপুর পক্ষ থেকে রয়েছে “স্ক্র্যাচ ইউর লাক” শীর্ষক বিশেষ অফার। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার।

বিশ্বখ্যাত কোরিয়ান নেটোয়ার্কিং ব্র্যান্ড টোটোলিংক ঘোষণা দিয়েছে ‘ রাউটার ফেসটিভাল ’ শীর্ষক আকর্ষণীয় অফার । এই অফারের আওতায় টোটোলিংকের যেকোন রাউটার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্মার্টফোন, হার্ডড্রাইভ, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, ইয়ারফোন, পেনড্রাইভ, স্পিকার এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার ।

আরও রয়েছে পান্ডার “টি-টুয়েন্টি” শীর্ষক অফার । পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ক্রয়ে ক্রেতারা পাবেন ২০% মূল্য ছাড় এবং ইউএসবি স্পিকার। আসুস ল্যাপটপ ক্রয়ে থাকছে পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ফ্রি।

সবার জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গনের হল অব ফেম, সেলিব্রেটি হল, হারমনি, কার্নিভাল, মিল্কিওয়ে, মিডিয়া বাজার ও উইন্ডি টাউন মিলে রয়েছে ৫৯ প্যাভিলিয়ন, ৭০ স্টল। দেশী ও আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের উপস্থিতিতে প্রযুক্তি জীবন শৈলীর প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিষয় ভিত্তিক ১১টি সেমিনার। এর মধ্যে উদ্বোধন শেষে বিকেল ৫টা থেকে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে রয়েছে সাইবার হামলা মোকাবেলার কৌশল নিয়ে মিডিয়া বাজারে অনুষ্ঠিত হবে সেমিনার- সাইবার সিকিউরিটি: অ্যা ম্যানেজেবল থট। একই ভ্যেনুতে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ডিজিটাল মুদ্রা বিনিময় ও সেবা গ্রহণ বিষয়ক সেমিনার- ডিজিটাল পেমেন্ট ফর ডিজিটাল পেমেন্ট।

প্রাঙ্গনের মিল্কি, হারমনি ও কার্নিভাল হলে আয়োজন করা হয়েছে প্রযুক্তি পণ্যের প্রদর্শনী। প্রদর্শনীর পাশাপাশি এখান থেকে মেগা সেল অফার দর্শনার্থী টানতে সক্ষম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে ‘হল অব ফেম’ অঞ্চলে রোবোটিকস, স্মার্ট অ্যান্ড এমবেডেড সিস্টেম এবং কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিক্স শ্রেণিতে নিজেদের উদ্ভাবিত ও তৈরি ৫০টি পণ্য ও নকশা প্রদর্শন করবেন দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা। হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের সম্মিলিত প্রয়াসে আন্তর্জাতিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সম্প্রতি ‘ইন্টারনেট অব থিংকস’ নিয়ে বাংলাদেশে উৎপাদিত অ্যাপলম্বটেকবিডি’র স্মার্ট ডিভাইস প্রদর্শন করা হচ্ছে প্রাঙ্গনে অংশ নেয়া সরকারি জোনের প্যাভিলিয়নে। সেলিব্রেটি হলে আয়োজন করা হয়েছে দেশী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের উদ্ভাবিত পণ্য ও সেবা। এরমধ্যে দেশী ব্র্যান্ডের মধ্যে রয়েছে ওয়ালটন, সিম্ফোনি, সিএসএম, কনা এসএল ইত্যাদি।
জানাগেছে, তথ্যপ্রযুক্তিখাতে বিশেষ অবদানের জন্য প্রদর্শনী উপলক্ষে ‘লোকাল ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড’, ‘ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড’, ‘বেস্ট টেকনোলজি প্রোডাক্ট অ্যাওয়ার্ড’, ‘বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন অ্যাওয়ার্ড ও সম্মাননা দেয়া হবে।
ম্যানুফ্যাকচারিং, আইসিটি সেক্টরে মার্কেটিং, মানবসম্পদ উন্নয়ন ও পলিসি সাপোর্ট বিষয়ে তিন দিনের এই প্রযুক্তি প্রাণের মেলা- বাংলাদেশ আইসিটি এক্সপো- ২০১৬ বিশেষ গুরুত্ব রাখবে বলে আশা করছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচ এম মাহফুজুল আরিফ। তিনি বলেন, প্রযুক্তি খাতের প্রতিটি ক্ষেত্রকে একটি মালায় গাঁথতেই আমরা এই মেলার আয়োজন করেছি। এখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের মধ্যে সেতুবন্ধন রচনা করা হয়েছে। মিতালি করার চেষ্টা করা হয়েছে ব্যবসায় ও উদ্যোগের মধ্যে।
আজ বিকেল ৩:৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলা উদ্বোধন  করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার,বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ,মেলার আহবায়ক নজর ইসলাম মিলন ।

Share This:

*

*