রিভ সিস্টেমসের ‘নাম্বার পোর্টাবিলিটি’ প্রদর্শন

‘নাম্বার পোর্টাবিলিটি’ তথা মোবাইল নাম্বার ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের সহায়ক প্রযুক্তি  নিয়ে এসেছে বাংলাদেশী বহুজাতিক প্রতিষ্ঠান রিভসিস্টেমস।আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) এর ২০১৬ আসরে প্রদর্শিত এ নাম্বার পোর্টাবিলিটিসহায়ক ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে ব্রাজিলে।

ফেব্রুয়ারি ২২ থেকে স্পেনের বার্সেলোনায়শুরু হওয়া চারদিনের এই প্রযুক্তিমেলায়বাংলাদেশের রিভসিস্টেমস-এর নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েরঅ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম তথ্য-প্রযুক্তি ব্যবস্থাপক মোহাম্মদ আরফেএলাহী ওআন্তর্জাতিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বিভিন্ন পণ্য ও সেবাপর্যবেক্ষণ শেষে অতিথিবৃন্দপ্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন রিভসিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসানের সঙ্গে।এসময়তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রিভের হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, নাম্বার পোর্টাবিলিটিরসহায়কের পাশাপাশি এমডব্লিউসি-তে রিভসিস্টেমস প্রদর্শিত অন্যান্য পণ্য ও সেবার মাঝে উল্লেখযোগ্য‘আইটেলমোবাইল ডায়লার’ ও ‘আইটেলসুইচ’।

আইপিকমিউনিকেশনেরঅন্যতম জনপ্রিয় মাধ্যম আইটেল মোবাইল ডায়ালারেরয়েছে অডিও কলের পাশাপাশি এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও ভিডিও কলসহ মোবাইল টপআপের সুবিধা। অন্যদিকে,ক্যারিয়ার গ্রেড আইটেলসুইচে রয়েছে উন্নত রাউটিংফ্যাসিলিটি, ইনস্ট্যান্ট হোলসেল ও পিনলেসকলিংকার্ডসহঅ্যাডভান্সডসিকিউরিটি সুবিধা।

এমডব্লিউসি-তে অংশগ্রহণ প্রসঙ্গে রিভসিস্টেমসেরগ্রুপ সিইওএম রেজাউল হাসান জানান,টেলিযোগাযোগখাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনসেক্টরেও।

১৯৮৭ সালে শুরু হওয়া বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন ‘জিএসএমএ’ আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেরএবারেরআসরে টানা অষ্টমবারের মতো অংশ নিলরিভসিস্টেমস।৭৮টি দেশের ২৬০০’র বেশি টেলিকম সার্ভিস প্রোভাইডারকে সেবা দেয়া বাংলাদেশী এ বহুজাতিক প্রতিষ্ঠানেরপ্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং গবেষণা ও উনয়ন কেন্দ্র বাংলাদেশ ও ভারতে। এছাড়াও রিভ-এর উপস্থিতি রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, যুক্তরাজ্য,লেবানন ও কেনিয়ায়।

Share This:

*

*