ফেসবুকে প্রতিক্রিয়া জানানোর বাটন চালু

কেবল লাইক বাটন দিয়ে প্রতিক্রিয়া জানানোর যে চালু তরিকা ছিল এতদিন, এটি তারই একটু বর্ধিত সংস্করণ।

পছন্দ অপছন্দ বাদেও জানাতে পারবেন প্রশংসা, বিস্ময়, কিংবা ক্রোধ জানানোর মত প্রতিক্রিয়া। বুধবার থেকে ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচারটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর বিবিসি বাংলার।

গত বছরের অক্টোবর মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলক ভাবে চালু করেছিল ফেসবুক।

এক ভিডিও ও ব্লগ পোস্টে প্রতিষ্ঠানের একজন পরিচালক জুলি ঝুও বলছেন, মনের ভাব ও যেকোনো পোস্টে আরো প্রাঞ্জল ভাবে প্রতিক্রিয়া জানানোর নতুন উপায় খুঁজে বের করার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে বারবার অনুরোধ এসেছে।

এজন্য এনিয়ে ফেসবুক অনেকদিন ধরেই কাজ করছে। ভবিষ্যতে হয়ত এনিয়ে আরো অগ্রগতি হবে বলে জানাচ্ছেন মিস ঝুও। এর আগে গত বছরে ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত—এ রকম আইকন যুক্ত করেছিল ফেসবুক।

Share This:

*

*