বিসিএস ডিজিটাল এক্সপো ,২০১৬উপলক্ষে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজন

২৪ শে ফ্রেবুয়ারী, ২০১৬ থকেে শুরু হওয়া বিশ্বখ্যাত আসুস ও লেনোভো  ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, ব্রাদার, এলজি, এডাটা, এফোরটেক, পান্ডা, টোটোলিংক, ভিভিটেক ও হান্টকি ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে অংশগ্রহন করছে বাংলাদেশের প্রযুক্তি পণ্যরে পরবিশেক পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। পাঁচদিন ব্যাপী এই মেলার গোল্ড স্পন্সর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মেলা উপলক্ষে আসুস ও লেনেভোর পক্ষ থেকে রয়েছে বিশেষ অফার। মলোয় চলছে আসুস স্ক্র্যাচ এন্ড উইন শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় আসুস ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , জেনফোন, রাউটার , উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় সব উপহার।
লেনোভোর পক্ষ্য থেকে রয়েছে ‘নিউ ইয়ার ফেসটিভ্যাল ’শীর্ষক বিশেষ অফার। । এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি,এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট।
এছাড়াও আসুসের পক্ষ্য থেকে গেমারদের জন্য আয়োজন করা হয়েছে সাইবার গ্যামিং প্রতিযোগিতা। সাইবার গ্যামিং প্রতিযোগিতার জন্য আসুসের রয়েছে গেমিং জোন।

Share This:

*

*