লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এল মাল্টিমিডিয়া সিরিজের নতুন ‘জেড৫১৭০’ মডেলের ল্যাপটপ। মাল্টিমিডিয়া ল্যাপটপটি প্রিমিয়াম মেটাল ফিনিসড ডিজাইন, ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি দ্বারা তৈরি । ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি ব্যবহারকারিকে গেসচার কন্ট্রোলের মাধ্যমে অনেক ধরণের গেম ও অ্যাপলিকেশন চালনায় সহায়তা করে এবং থ্রিডি মোডে আপনার চেহারাকে স্ক্যান করার অসাধারণ অনুভুতি প্রদান করে থাকে। অসাধারণ অডিওর জন্য রয়েছে জেবিএল স্পিকার এবং ডলবি হোম থিয়েটার । পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, ৮ জিবি এসএসএইচডি, ৮ জিবি ডিডিআর৩ র্যাম ,৪ জিবি এএমডি রেডিওন আর ৯ গ্রাফিক্স এবং ১৫.৬ ইঞ্চি (১৯২০ী১০৮০) ফুল এইচডি ডিসপ্লে। অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে জেনুইন উইন্ডোজ ৮.১ ভার্সন। নেটোয়ার্কিংয়ের জন্য রয়েছে দ্রুত গতির ৮০২.১১এসি ওয়াইফাই। এছাড়াও এতে রয়েছে ব্যাকলিট কী-বোর্ড যা দ্বারা রাতেও স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় এবং অধিক সময় ব্যাকআপের জন্য রয়েছে ৪-সেল ব্যাটারি।১ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২,৫০০ টাকা। এছাড়াও কোরআই-৫ প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপটির মূল্য ৭২,৮০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১।