ডিলারদের সঙ্গে মতবিনিময় করল ‘আমরা’ কোম্পানিজ

গত ৮ ও ৯ ফেব্রয়ারি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো ‘আমরা’ কোম্পানিজের ডিলার মিট। সারাদেশ থেকে মোট ৭৮জন ডিলার অংশ নিয়েছেন উক্ত ডিলার মিট অনুষ্ঠানে। ‘আমরা’ কোম্পানিজ অতি শীঘ্রই বাজারে স্মার্টফোন বাজারজাত শুরু করবে আর এ বিষয়টি নিয়ে ডিলারদের সঙ্গে আলোচনা করতেই মূলত ডিলার মিট আয়োজন করা হয়েছে। এছাড়া ‘আমরা’ কোম্পানিজের কর্মকর্তাদের সঙ্গে ডিলারদের পরিচিতির বিষয়টিকেও প্রাধান্য দেয়া হয়েছে অনুষ্ঠানে। ‘আমরা’ কোম্পানিজের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ এবং সিইও ইন্তেখাব মাহমুদ ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন।

Share This:

*

*