লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল স্বল্প মুল্যের জি৪০৪৫ এএমডি মডেলের নতুন নোটবুক । ডুয়েল কোর প্রসেসর সমৃদ্ধ এই নোটবুকটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর৩ র্যাম, এএমডি রেডিওন আর২ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি এলিডি ডিসপ্লে। অডিওর জন্য এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড সিস্টেম । ৪ ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য এতে রয়েছে ৪ সেল ব্যাটারি। ল্যাপটপটির ওজন মাত্র ২.১ কেজি ফলে এটি সহজে বহনযোগ্য । এছাড়াও এতে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া সংযোগের জন্য রয়েছে এইচডিএমআই পোর্ট, ডাটা শেয়ারিংয়ের জন্য রয়েছে ব্লুটুথ এবং নেটোয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই ও গিগাবিট ল্যান। উন্নত প্রযুক্তির সকল বৈশিষ্ট্য এবং ১ বছর ওয়ারেন্টি সহ নোটবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৪,০০০ টাকা। বিস্তারিত জানা যাবে এই ০১৯৭৭৪৭৬৫০১ নম্বরে।