নতুন বিক্রিত ল্যাপটপে সেবা দ্বিগুন করেছে ডেল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিজস্ব বিপনীকেন্দ্রগুলো থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য-সেবা দাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। দেশের ব্যবহারকারীদের কাজের ধরণ ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অধিকতর উচ্চমানের গ্রাফিক্স এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার মূল্যসাশ্রায়ী নতুন চারটি মডেলের ল্যাপটপে এই সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে সদ্য অবমুক্ত ইন্সপায়রন সিরিজের ষষ্ঠ প্রজন্মের ডেল ৫৪৫৯ ও ৫৫৫৯ মডেলের ল্যাপটপের রয়েছে কোর আই -৫ ও কোর আই-৭ সংস্করণ। আর পঞ্চম প্রজন্মের ডেল ৫৪৫৮ ও ডেল ৫৫৫৯ মডেলের ল্যাপটপের রয়েছে কোরআই-৩ ও কোরআই-৫ সংস্করণ। কেবল ইন্সপায়রন নয়, ভস্ত্র ও এক্সপিএস সিরিজেও দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে কম্পিউটার সোর্সের অফিসিয়াল ওয়েব সাইট www.computersourcebd.com ওয়েব ঠিকানায় গিয়ে ল্যাপটপগুলোর ফিচার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কিংবা ০১৭৩০৩৩৪১৬৩ নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যাবে।
ডেল ল্যাপটপে বিক্রয় পরবর্তী সেবার মেয়াদ বাড়ল
