লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২- শীর্ষক ইনফরমেশন সেশন অনুষ্ঠিত

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইসিটি বিভাগের এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট)-এর যৌথ উদ্যোগে ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক একটি ইনফরমেশন সেশন- এর আয়োজন করে। গতকাল ২৪ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার দুপুরে বেসিস অডিটোরিয়ামে, ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রস্তাবিত লেটার-বিল্ডার সলুউশনের মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগের জন্য প্রয়োজন এবং অফিসিয়াল চাহিদা অনুযায়ী যে কোনো কাস্টম টেমপ্লেট তৈরি করার সুবিধা থাকবে। এই তৈরি করা টেমপ্লেটগুলি অন্যান্য অফিসও ব্যবহার করতে পারে। এটি সরকারী অফিস এবং অন্যান্য সংস্থার সাথে অফিসিয়াল কাজ এবং যোগাযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

বেসিস-এর বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বেসিস পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু, এটুআই-এর ইনোভেশন ফান্ডের প্রধান নাঈম আশরাফী, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ রাশেদ মোশারফসহ আরও অনেকে।

Share This:

*

*