ব্ল্যাকবেরি তার প্রথম স্মার্টফোনটি ভারতের বাজারে ছাড়তে যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি এটা ভারতের বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। এজন্য কানাডিয়ান এ স্মার্টফোন জায়ান্ট তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ব্ল্যাকবেরির নতুন এই স্মার্টফোনের নাম ব্ল্যাকবেরি প্রাইভ। এর ৫.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটা ৩ গিগা র্যাম দ্বারা পরিচালিত হবে। এছাড়াও এতে সব মিলিয়ে ৩২ গিগা স্টোরেজ ক্ষমতা রয়েছে। এর এলইডি ফ্ল্যাশসহ ব্যাক ক্যামেরা রয়েছে ১৮ মেগাপিক্সেলের এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের।এটা অ্যান্ড্রয়েড ৫.১ লল্লিপপ ভার্সন দ্বারা পরিচালিত হবে।
ব্ল্যাকবেরি আশা করছে স্মার্টফোনটি ভারতের বাজারে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।