আরো মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড বাগেরহাটের রেল রোড মোড়ে একটি রবি সেবা কেন্দ্র (ওয়াক ইন সেন্টার) উদ্বোধন করেছে। এখানে রবি’র সকল পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ রবি সেবা কেন্দ্র’টির উদ্বোধন করেন। এসময় সাউদার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর এ.এস.এম এনায়েতুর রহিম ও খুলনার রিজিওনাল ম্যানেজার আলম সৈয়দ আশরাফুল উপস্থিত ছিলেন। এছাড়া এরিয়া ম্যানেজার, ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের ম্যানেজার, কাস্টমার এক্সপেরিয়েন্সের ম্যানেজার এবং স্থানীয় ডিসট্রিবিউটররাও উপস্থিত ছিলেন।